আসসালামু আলাইকুম!!
কেমন আছেন আপনার। হয়তো ভালো আছেন।  আজ টিউন করবো ছোট্ট একটি সমস্যার ব্যপারে। সমস্যাটি হচ্ছে হেড ফোন নস্ট হবার কারন কী?  এবং কীভাবে ব্যবহার করলে হেডফোন নস্ট হয় না। আমরা যখন রেডিও কিংবা গান শুনতে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করি তখন খেয়াল রাখতে হবে এটি যেন কোনভাবেই টান খেয়ে ছিরে না যায়।
এটাতো একটা কারন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইয়ারফোন কিনার কিছুদিন পর দেখা যায় একটা দিয়ে আওয়াজ শুনা যায় আর অন্যটি ব্লড হয় যায় বলতে। একটি দিয়ে শুনা যায় আরেকটি দিয়ে শুনা যায় না। এটির একমাত্র কারন হচ্ছে বেন্ড বা কম্পানি না। 
এর কারন হচ্ছে আমারা নিজেই। এতক্ষণে হয়তো ভাবছেন ব্লগারের মাথা নস্ট হয়ে গেছে নাকী। আসলে মাথা নস্ট হওয়ার কোন কারন। আপনি যখন ইয়ারফোন কানে দিয়ে গান শুনেন তখন দেখবেন  । যখন আপনি ভলিউম (volume)  বাড়াচ্ছেন। তখন মোববাইলে একটা নোটিফিকেশন আশে যে অতিরিক্ত বলউমের কারনে আপনার ইয়ারফোনের সমস্যা হতে পারে।
 যদি আপনি অনবরত নোটিফিকেশনের কথা না মেনে কয়েকদিন (full volume )  দিয়ে ইয়ারফোন ব্যবহার করবেন তখন অনুভব করবেন আপনার এক কান দিয়ে শুনা যাচ্ছে না। তখন অবশ্যই আপনাকে ইয়ারফোনটি চেন্জ করতে হবে। আবার একটা কিনবেন আবার নস্ট হবে। so volume কম দিয়ে শুনুন তাহলে বার বার ইয়ারফোন বদলাতে হবে না।

উচ্চ আওয়াজে যদি ইয়ারফোন ব্যবহার করেন তাহলে আপনার কানের ও রফাদফা হতে পারে।আজ এই প্রযন্তই ভালো থাকবেন।

পোস্ট আজাদ :24

Post a Comment

  1. আরো নতুন নতুন ভালোবাসার গল্প পড়তে​
    এখানে ক্লিক করুন

    ReplyDelete

 
Top